৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৫, ৯:৪৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

রপ্তানি কমলো টানা ২ মাস, সেপ্টেম্বরে ৪.৬১ শতাংশ

প্রকাশ : ৫ অক্টোবর ২০২৫, ৯:৪৫ পিএম

গত সেপ্টেম্বর মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৬২ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৪ দশমিক ৬১ শতাংশ। রোববার (৫ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে কমেছে দেশের রফতানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮০ কোটি ২৮ লাখ ডলার।

সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮৩ কোটি ৯৭ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩০১ কোটি ১ লাখ ডলার। তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬৩ কোটি ১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে। এছাড়া ১২০ কোটি ৯৬ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, সেপ্টেম্বর মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য এবং হোম টেক্সটাইলের রফতানি কমলেও চামড়া ও চামড়াজাত পণ্যের বেড়েছে। সেপ্টেম্বর মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৭৬ লাখ ডলারে।

এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ২ দশমিক ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ কোটি ১৯ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ১০ কোটি ৪৩ লাখ ডলার। তবে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৩ দশমিক ৫৫ শতাংশ। সেপ্টেম্বরে মাসে রফতানি হয়েছে ৯ কোটি ৯ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৩১ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৬৪ শতাংশ বেশি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x