৩১ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৬:৫০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

রাতের বৃষ্টিতে কক্সবাজার সৈকতে ফুটবল খেললেন হাসনাত

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৬:৫০ পিএম

কক্সবাজারে ‘ভ্রমণে’ আসা এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। এসব বিষয়কে পেছনে ফেলে রাতের বৃষ্টিতে ঘুরেফিরে সমুদ্র সৈকতে ফুটবল খেলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে কক্সবাজারে ছিল ঝুম বৃষ্টি। তার মধ্যেই হোটেল-মোটেল রোডে ঘুরে বেরিয়েছেন এনসিপির এই নেতা। বালিয়াড়ি সৈকতে একদল যুবকের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সংগঠনের যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন ও স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদ উপস্থিত ছিলেন।

কাউকে না জানিয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভুত্থান দিবস’ এর মত ‘গুরুত্বপূর্ণ দিবসে’ এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী কক্সবাজার যান।

সংবাদমাধ্যমের খবরের বলা হয়, দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার পাঁচ নেতাকে শোকজ করেছে দলটি। শোকজের জবাব সশরীরে হাজির হয়ে দেওয়ার জন্য পাঁচ নেতাকে ২৪ ঘণ্টা সময় দেয় এনসিপি। সেই হিসাবে তাদের বৃহস্পতিবারের মধ্যেই জবাব দেওয়ার কথা রয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার সকালে জানা যায়, এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম ও তার স্ত্রী হোটেল ছেড়েছেন। তারা কক্সবাজারের বাইরে গেছেন এমন খবরও চাউর হয়। পরে সাংবাদিকরা খোঁজ-খবর নেওয়া শুরু করেন। এ বিষয়ে হোটেল প্রাসাদ প্যারাডাইসের ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, তারা হয়তো লাঞ্চের পর চলে যেতে পারেন। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছেনা।

পরে তিনি হোটেলটির অভ্যর্থনা কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। হোটেলের অভ্যর্থনা কর্মকর্তা বলেন, সারজিস সকালে চলে গেছেন কি না জানিনা। তবে তিনি বেরিয়েছিলেন আবার ফিরে এসেছেন বলে জানি। তারা কখন যাবেন সেই বিষয়ে আসলেই আমরা জানিনা। তাদের হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এখানকার স্থানীয় নেতারা। তাই কখন চেক আউট করবেন জানিনা। এদিকে এনসিপির এই শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণ কখন শেষ হচ্ছে সে বিষয়ে কথা বলছেন না দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x