৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:২৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন আজ

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:২৩ পিএম

মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ৭৩তম জন্মদিন উদযাপন করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন ১৯৫২ সালের ৭ অক্টোবর লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সাল পর্যন্ত সাধারণ শিক্ষার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি, এরপর রসায়নের ওপর উচ্চতর অধ্যয়নের জন্য একটি বিশেষায়িত মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন।

পরবর্তীতে, তিনি এ. এ. ঝদানভের (বর্তমানে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি) নামানুসারে লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটির আইন অনুষদের ছাত্র হন। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পুতিন রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন এবং ২০০০ সালের ২৬ মার্চ তিনি দেশব্যাপী ভোটের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

পরবর্তীতে ২০০৪, ২০১২, ২০১৮ এবং ২০২৪ সালে তিনি এই পদে পুনঃনির্বাচিত হন। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে, যখন দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট ছিলেন, তখনও রুশ সরকারের চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত ছিলেন পুতিন। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে, রাশিয়া বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে। যার মধ্যে রয়েছে ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিক গেমস এবং ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ।

এছাড়াও রাশিয়ার সক্রিয় অংশগ্রহণে ব্রিকস, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন (ইএইইউ)-এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনেক সংস্থা প্রতিষ্ঠিত হয়, যা বিশ্ব মঞ্চে দেশটির অবস্থানকে শক্তিশালী করেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x