লাল রঙের জামা ও কমলা রঙের পাজামা পরা অবস্থায় নদীতে ভেসে আসে একটি শিশু। তবে ততক্ষণে মারা গেছে শিশুটি। স্থানীয়রা থানায় জানানোর পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এমন ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া এলাকায়।
আজ মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে কন্যাশিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তবে, এখনো শিশুটির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে কাটেঙ্গা নদীপাড়া এলাকায় হঠাৎ করেই চার থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। শিশুটির লাল রঙের জামা ও কমলা রঙের পাজামা পরিহিত অবস্থায় ছিল।
এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা, ‘অন্য কোনো এলাকা থেকে শিশুটির মরদেহ ভেসে এসেছে। হয়তো পানিতে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছে।’
ওসি মনজুরুল আলম আরো জানান, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শিশুটির নাম-পরিচয় কিছু পাওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’