লাইফস্টাইল ডেস্ক
বাইরে আগুন ঝরাচ্ছে রোদ। মানুষ কাজ শেষে ঘরে ফিরছে ঘাম আর ক্লিন্তি নিয়ে। এখন যদি তার হাতে এক গ্লাস লিচির ককটেল ধরিয়ে দেওয়া যায় তাহলে ক্লান্তি তো যাবেই, হয়েও উঠবে একদম ঝরঝরে। প্রিয় মানুষের ক্লান্তি দূর করে তাকে ঝরঝরে করে তুলতে লিচির ককটেলের প্রণালী রইল নিচে।
উপকরণ
লিচু:৩-৪ টে
মেহেদি পাতা: এক চিমটে
আঙুরের রস: ১৫ মিলিলিটার
লেবুর রস: ৩০ মিলিলিটার
সাধারণ সিরাপ: ৩০ মিলিলিটার
সোডা ওয়াটার: ৫০ মিলিলিটার
প্রণালী
একটি ককটেল শেকারে লিচু আর মেহেদি পাতা ভরুন। একটু চাপ দিয়ে নিচের দিকে ভরে দিন। তারপর বাকি সব উপকরণ দিয়ে দিন। তারপর বেশ কয়েকটি বরফের টুকরো দিয়ে নাড়িয়ে নিন। তারপর পছন্দের একটি গ্লাসে ছাঁকনি দিয়ে ছেঁকে ককটেলটি পরিবেশন করুন।