চার্লটন অ্যাথলেটিকের মাঠে ঘরের দর্শকদের সামনে হোঁচট খেল স্বাগতিকরা। আর পাল্টা আক্রমণ থেকে আব্দুল ফাতাওয়ের গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে লেস্টার সিটি। এতে প্রায় ১৫ মাস পর গোলের দেখা পেলেন ঘানার এই ফরোয়ার্ড।
এই ম্যাচের একমাত্র গোলস্কোরার ফাতাওয়ের পাশাপাশি আলোচনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। পুরো ম্যাচ জুড়েই লেস্টারের রক্ষণ সামলানো, ট্যাকল আর বল কাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে চার্লটনের হাই প্রেস ভাঙতে এবং রক্ষণভাগকে সুরক্ষিত রাখতে তার অবদান ছিল চোখে পড়ার মতো। বিবিসির খেলোয়াড় রেটিংয়ে সেরা তিনে আছেন হামজা।
ম্যাচের শুরু থেকেই চার্লটন আক্রমণে চাপ সৃষ্টি করে। লয়েড জোন্স ও কেইন র্যামসের হেডারে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে লেস্টারের গোলরক্ষক স্টোলারচিক অসাধারণ সেভে দলকে রক্ষা করেন। এর আগে কভেন্ট্রির দূরপাল্লার শটও ফিরিয়ে দেন চার্লটনের কিপার কামিনস্কি। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় দ্বিতীয়ার্ধে। পাল্টা আক্রমণে বল পেয়ে চার্লটনের ডিফেন্ডার এডওয়ার্ডসকে কাটিয়ে দূরপাল্লার শটে জালের ভেতর বল পাঠান ফাতাও। শেষ মিনিটে ক্যাম্পবেলের হেড অল্পের জন্য বাইরে চলে গেলে জয় নিশ্চিত করে লেস্টার।
গোলবার দুর্দান্ত সামলিয়ে বিবিসির রেটিংয়ে সর্বোচ্চ ৮.৩০ পয়েন্ট পান পোলিশ গোলরক্ষক স্টোলারচিক। দ্বিতীয় সর্বোচ্চ ৭.৮০ পয়েন্ট পান আজকের ম্যাচে লেস্টারের জয়ের নায়ক ফাতাও। দুর্দান্ত পারফরম্যান্সে মিডফিল্ডার হামজা চৌধুরী পান ৬.৮৬ পয়েন্ট। নতুন কোচ মার্টি সিফুয়েন্তেসের অধীনে এটি লেস্টারের প্রথম অ্যাওয়ে জয়।
ম্যাচ শেষে লেস্টারের কোচ বলেন, দুর্দান্ত গোল করেছেন ফাতাও। তবে আমি সবচেয়ে খুশি দলীয় আত্মত্যাগ দেখে। আমরা অনেক সময় রক্ষণে ব্যস্ত ছিলাম, কিন্তু সবাই একে অপরের জন্য লড়েছে। এখান থেকেই দলীয় সংস্কৃতি গড়ে উঠবে।