৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১:০৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

শবনম ফারিয়ার রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১:০৯ এএম

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ব্যক্তিজীবন ও শোবিজসহ নানা বিষয়ে মতামত প্রকাশ করেন। সরকারের কর্মকাণ্ড নিয়েও কখনো সমালোচনা আবার কখনো প্রশংসা করতে দেখা গেছে তাকে। তবে এ কারণে অনেক সময় তাকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। কেউ কেউ তাকে নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক বা অনুরাগী হিসেবেও চিহ্নিত করার চেষ্টা করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) ফারিয়া ফেসবুক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

তিনি লিখেছেন, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক সেখানে নানা ধরনের মানুষ কমেন্ট করে, কিন্তু তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না।

তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। ভবিষ্যতে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে কাজ করতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার মঞ্চ নয়। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলা, চোরকে চোর বলা আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতি।

সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করতে গিয়ে যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সে প্রসঙ্গেও ফারিয়া বলেন, ‘আমি যা-ই লিখি, কিছুক্ষণ পর দেখি সেটা খবর হয়ে ছাপা হচ্ছে। আগে হাসাহাসি করতাম, পরে বিব্রত লাগত। এখন নিয়মিত অভিনয় করি না, তাই ‘Who cares?’ মুডে আছি। তবে জোর করে রাজনৈতিক বিষয় জড়িয়ে দেওয়ার চেষ্টা বিরক্তিকর।

অভিনয়ের পাশাপাশি কেন চাকরি করেন, সেটিও ব্যাখ্যা করেছেন এ অভিনেত্রী। তার ভাষায়, অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ইচ্ছা আমার কখনো ছিল না। তা না হলে চাকরি না করে টিকটকে নাচতাম, জিম করতাম, বা মিরর সেলফি দিতাম। এই দেশে অ্যাটেনশনের জন্য বেশি কষ্ট করতে হয় না। আমি জানি, আপনারাও জানেন। ফারিয়া আরও জানান, বর্তমানে তিনি ব্যক্তিগতভাবে কঠিন ও সংকটপূর্ণ সময় পার করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x