৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

শবনম ফারিয়ার স্বামীকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন পিয়া জান্নাতুল

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শবনম ফারিয়ার বিয়ের খবরে শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রীকে। বাদ যাননি মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। পিয়া জান্নাতুলও। শবনম ফারিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন এই জনপ্রিয় মডেল।

ফারিয়ার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া এবং তানজিম! গত কয়েক মাস ধরে, আমি ফারিয়ার প্রতি তানজিমের শ্রদ্ধা দেখেছি। কোনো চিন্তা ছাড়াই তানজিম ফারিয়ার ব্যাগ বা ওড়না বহন করেছে, যখনই প্রয়োজন তখনই ফারিয়ার পাশে দাঁড়িয়েছে। আমার কাছে, ভালোবাসাই শ্রদ্ধা।

ফারিয়া তানজিমকে খুঁজে পেয়ে সত্যিই জিতেছে বলেও জানান এই মডেল ও অভিনেত্রী। সেইসঙ্গে তাদের অফুরন্ত ভালোবাসা জানিয়েছেন পিয়া। এদিকে বিয়ের পর গণমাধ্যমকে শবনম ফারিয়া বলেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিয়ে বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।

জানা গেছে, পাত্রের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৯ সালে তিনি হারুনুর রশিদ অপু নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন তিনি একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। তবে বেশিদিন টেকেনি সে সম্পর্ক। ২০২০ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে শবনম ফারিয়া জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে বড় পর্দাতে তার অভিষেক হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x