৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ৪:৫৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

‘শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে সরকার’

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ৪:৫৫ পিএম

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, জুলাই আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার। দেশ পরিচালনার ব্যাপারে গুণগত পরিবর্তন দেখব। কিন্তু সেটা হয়নি। আজ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনতা পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।

ড. রেজা কিবরিয়া বলেন, জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করেছে এই সরকার। এনজিওয়ালারা দেশ চালাবেন; এমন কোন রেকর্ড নেই। যারা ১ হাজার টাকা হালালভাবে উপার্জন করতে পারেনি। তারা এখন ৫০ কোটি টাকা ডিল করে। শেখ হাসিনার পর সবচেয়ে নিম্নমানের সরকার ক্ষমতায় এসেছে। তারা একটা বছর নষ্ট করেছে। নতুন সরকার আসামাত্র তারা বর্ডার পাড় হবেন।

তিনি আরও বলেন, আসিফ নজরুল অর্ধশিক্ষিত, এদের হাতে সংস্কার দেওয়া উচিত না। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এ সরকার হলো অপদার্থ, শেখ হাসিনাকে দেশে আনা খুবই জরুরি। রেজা কিবরিয়া বলেন, আমরা সম্ভবত ড. ইউনূসের কাছে খুব বেশি আশা করেছিলাম। কিন্তু দেখলাম, উনি একটি এনজিও সরকার গঠন করেছে। জনতা পার্টি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার।

জনতা পার্টির যুগ্ম মহাসচিব মেজর (অব) ইমরান বলেন, ভারত যে বাংলাদেশের শত্রু; যারা চিনতে পারবে, তারাই আসল জেনারেশন। জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রেহানা সালাম বলেন, এই মুহূর্তে নির্বাচন দরকার নয়, দরকার শুধু সংস্কার।

বাংলাদেশ জনতা পার্টির ভাইস চেয়ারম্যান এবিএম ওয়ালিউর রহমান খান বলেন, বিএনপি ৩০০টি আসন। এরপর বৃহত্তর দল হলো জামায়াত ইসলামী বাংলাদেশ। বিএনপি যত চেষ্টাই করুক তাদের উদ্দেশ্য সফল হবে না। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচনের মাঠ তৈরি করার দাবি জানান তিনি।

জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর (অব) আমিন আহমেদ আফসারী বলেন, জুলাই আন্দোলনে আশা আকাঙ্ক্ষা সবাই ব্যর্থ। শুধু তাই নয়, শহীদদের সংখ্যা প্রকাশ করতেও সরকার ব্যর্থ। তিনি আরও বলেন, সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন সংস্কার না করে নির্বাচন দিলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে আশরাফুল হক বলেন, জুলাই অভ্যুত্থান যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে হয়েছিল। ৩৬ জুলাই যারা মূল ভুমিকায় ছিলেন; তাদের সব জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু করার জন্য যা যা করা প্রয়োজন অবশ্যই বর্তমান সরকার তাই করবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x