বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদের রক্তে অর্জিত স্বপ্ন বাস্তবায়ন করাটাই এখন দেশের দায়িত্ব ও কর্তব্য।
রংপুরের গৌরব শহীদ আবু সাঈদসহ শতাধিক তরুণ শহীদের ত্যাগে আমাদের নতুন বাংলাদেশ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শুক্রবার (৪ জুলাই) পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
দীর্ঘদিন যুদ্ধাপরাধ মামলায় কারাগারে ছিলেন আজহারুল ইসলাম, সদ্য মুক্তি পাওয়া এই নেতা বলেন, শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মদানের কারণে তিনি আজ মুক্ত। তিনি আরও বলেন, যদিও রক্তপাত হয়েছে, তবুও দেশে অর্থবহ পরিবর্তন আসেনি, এজন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যমত ও সর্বোচ্চ ত্যাগ প্রয়োজন।
তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সময় এসেছে। জামায়াতসহ ভিন্নমতের নেতা-কর্মীদের প্রতি সরকারিভাবে সহিংসতা ও নির্যাতনের কথা তুলে ধরে এটিএম আজহার বলেন, ২০২৪ সালের বিপ্লবই এই জুলুমের অবসান ঘটিয়েছে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এটিএম আজহার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্থানীয় জামায়াত ও শিবির নেতারা উপস্থিত ছিলেন।