চঞ্চল জীবনে চঞ্চলা নদীকে ভালোবাসত কিশোর হৃদয়। জীবনগ্রাসী হয়ে এই নদীই কেড়ে নিল তার প্রাণ।
মর্মান্তিক এঘটনা গাজীপুরের। ঘটেছে গত বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে।
রিয়াজুল ইসলাম। ডাকনাম হৃদয় (১৩)। গাজীপুর সদর উপজেলার মনিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী হৃদয় বিদ্যালয়ের পরীক্ষা শেষ করে বেলা ১টার দিকে অপর দুই বন্ধু নিয়ে গোসল করতে যায় পাশের গ্রাম পিরুজালি হাটখোলা এলাকা দিয়ে বয়ে যাওয়া শালদো নদীতে। সাঁতার কাটতে কাটতে ওদের মধ্যে হৃদয় ডুবে যায় শালদোর অথৈ পানিতে। হয়ে যায় নিখোঁজ।
এরপর থেকেই স্থানীয় উদ্ধারকর্মীদের চেষ্টায় রাত ৮টার দিকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। হৃদয়কে দেখতে হাজার লোকের ভিড় জমে নদীপাড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান বললেন, হৃদয় খুব হাসিখুশি ও চঞ্চল ছিল। বেলা ১২টায় পরীক্ষা শেষ করেই সে বিদ্যালয় থেকে চলে যায়।
এদিকে সন্তান হারিয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন বাবা রফিকুল ইসলাম। নদীর ধারে রেখে যাওয়া তার ব্যবহৃত সাইকেল, পোশাক, জুতা আর তার নিথর দেহ দেখে চোখের জল ফেলল সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী।
স্থানীয় পিরুজালি, মনিপুর, ডগরি এলাকার লোকজন বললেন, অসাবধানতা কিংবা অসতর্কতার জন্যেই নিভে গেল রিয়াজুল ইসলাম হৃদয়ের জীবন। যা মেনে নেওয়া যায় না।