২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

শাহবাগে অবরোধকারী জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়া ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দেয়া হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে সড়ক খালি হওয়ার পর যান চলাচল শুরু হয়। বিকেলে জুলাই যোদ্ধাদের দুপক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। একপক্ষের অভিযোগ, আন্দোলনকারীরা সুবিধাভোগী ষড়যন্ত্রকারী। আরেকপক্ষের অভিযোগ, আন্দোলন ভেস্তে দিতে হামলা করেছে আওয়ামী দোসররা।

দুপক্ষ মারামারিতে জড়ালে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে শাহবাগের মূল সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল শুরু হয়। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, দুপক্ষের মারামারির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়েছে। তিনি বলেন, দুই পক্ষ যাতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। যে পক্ষ আগে এখানে অবস্থান নিয়েছিলো তারা চলে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

এরআগে জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন অভ্যুত্থানে আহত-নিহতের পরিবারের সদস্যদের প্লাটফর্ম ‘জুলাইযোদ্ধা সংসদ’। এতে শাহবাগ মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা (আহত)’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় বন্ধ থাকায় পাশের কাঁটাবন মোড়, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ থানার সামনের রাস্তাগুলো থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x