শাহরুখ খান, মালাইকা অরোরা ও একটি চলন্ত ট্রেন- এই তিনের সংমিশ্রণে নির্মাণ হয় ‘ছাইয়া ছাইয়া’ গান। ১৯৯৮ সাসে বলিউডের ‘দিল সে’ সিনেমার গানটি আজও সঙ্গীত জগতে এক অমর সৃষ্টি হিসেবে পরিচিত, যা লিখেছেন গুলজার ও সুর করেছেন এ আর রহমান। এই গানে অভিনেত্রী শিল্পা শিরোদকারকেই মূলত এই গানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পরে আর সেটা হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা শিরোদকার জানালেন, কেন তিনি শেষ পর্যন্ত গানে অভিনয় করেননি। এছাড়া কেনই বা তিনি ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায়ই চলচ্চিত্রকে ছেড়ে পরিবারকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। শিল্পা বলেন আজকের দিনে এটাকে বলা হয় ‘বডি শেমিং’। সত্যি, আমাকে গানটির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পরে আমাকে বলা হয়, দুঃখিত, এটি হবে না—তুমি এই গানের জন্য একটু বেশি মোটা। আমি খুব হতাশ হয়েছিলাম।
তিনি আরও যোগ করেন, সত্যি বলতে, গান হারানোর জন্য আমি খুব কষ্ট পাইনি। সিনেমার মুক্তির পর গানটি বিশাল হিট হয়ে যায়। আমি হতাশ হয়েছিলাম, কারণ মণি রত্নমের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া হয়ে গেল। এখনো আমি সেই সুযোগ পেতে চাই। প্রতিটি অভিনেতার স্বপ্ন থাকে তার সঙ্গে কাজ করার। আমারও সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। আশা করি কোনোদিন সুযোগ পাব।
সেই সময়ের অনেক অভিনেত্রীই বিবাহ বা মাতৃত্বের পর ক্যারিয়ার থেকে সরে আসতেন। শিল্পা শিরোদকারও তাই করেছিলেন। তার ব্যাংকার স্বামী রঞ্জিতের সঙ্গে লন্ডনে চলে যান। তিনি বলেন, আমার মা সবসময় বলতেন, সবকিছুই ঠিক সময়ে এবং ঠিক কারণে ঘটে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন- কাজ, বিয়ে, সন্তান সবকিছুই ঠিক সময়ে হয়।
শিল্পা আরও বলেন, জীবনে প্রতিটি বিষয়কে অনুভব করা গুরুত্বপূর্ণ। আমি ঠিক সেই পথ বেছে নিয়েছি। যখন তুমি নিজের পথ বেছে নাও, জীবনে কখনও আফসোস থাকবে না। আমি দেশের বাইরে থেকেছি, বিশ্বের অন্যত্র থেকেছি, বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছি। শিল্পা শিরোদকার এবং অপ্রেশ রঞ্জিত কয়েক মাস আগে তাদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।