২৭ অক্টোবর ২০২৫ সোমবার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৫২ এএম

এ সম্পর্কিত আরও খবর

শাহরুখ পুত্রের ওয়েব সিরিজ: সেই ওয়াংখেড়ের মামলা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৫২ এএম

কয়েক বছর আগে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে প্রমোদতরী থেকে মাদক মামলায় গ্রেপ্তার করেছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তারপর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই কর্মকর্তা। বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ‘দ্য বা***ডস অব বলিউড’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। এবার এই ওয়েব সিরিজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন সেই সমীর ওয়াংখেড়ে। সিরিজটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এটি শাহরুখ খান ও গৌরি খানের মালিকানাধীন প্রতিষ্ঠান। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড (এর মালিক অভিনেতা শাহরুখ খান ও গৌরি খান), ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং অন্যান্যদের বিরুদ্ধে ২ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়ে সমীর ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টে মানহানির একটি মামলা দায়ের করেছেন। এই মামলা থেকে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পর তা টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দান করবেন বলেও জানিয়েছেন ওয়াংখেড়ে।

সমীর ওয়াংখেড়ের অভিযোগ—রেড চিলিজ প্রযোজিত এবং নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য বা***ডস অব বলিউড’ শিরোনামের সিরিজে মিথ্যা, বিদ্বেষপরায়ণ ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। সিরিজটিতে ওয়াংখেড়ের সম্মান ও সুনামের উপর খারাপ প্রভাব ফেলেছে; তাকে পক্ষপাতদুষ্ট ও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, সিরিজটিতে একটি দৃশ্যে একটি চরিত্র ‘সত্যমেব জয়তে’ স্লোগান উচ্চারণ করার পর মধ্যমা (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন, যা ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১’-এর লঙ্ঘন এবং এটি ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ।

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। ৭ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি ছিলেন শাহরুখপুত্র। ২২ দিন পর একই বছরের ৩০ অক্টোবর কারামুক্ত হন আরিয়ান। পরবর্তীতে এই মামলা থেকে ক্লিনচিট দেওয়া হয় তাকে।

দ্য বা***ডস অব বলিউড সিরিজের গল্প রচনা করেছেন আরিয়ান খান, বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। আরিয়ানের ওয়েব সিরিজটি প্রযোজনা করছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি সিরিজটিতে প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন শাহরুখ। তাছাড়াও একঝাঁক তারকা সিরিজটিতে অভিনয় করেছেন। যেমন: ববি দেওল, সাহের বম্বা, মনোজ পাওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, গৌতমি কাপুর।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x