শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরে তার দুদিন পরই আজ পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। হৃদয়-ইমনের ব্যাটে সেই চাপ সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় টাইগাররা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন ফখর জামান ও সাইম আইয়ুব। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাইম আইয়ুবের উইকেট হারায় সফরকারীরা।
এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলের বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেও এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন ওপেনার ফখর জামান। তবে ৩৪ বলে ৪৪ রান এই ওপেনার কাটা পড়েন রান আউটে। এ ছাড়া খুশদিল শাহ করেন ২৩ বলে ১৮ ও আব্বাস আফ্রিদির ব্যাট থেকে আসে ২৪ বলে ২২ রান। এ ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।
১১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশও শুরুটা ভালো করতে পারেনি। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় স্বাগতিকরা। সালমান মির্জার পঞ্চম বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪ বলে ১ রান।
দ্বিতীয় উইকেটও শিকার করেন সালমান মির্জা। তৃতীয় ওভারে বল করতে এসে ৪ বলে ১ রান করা লিটনকে খুশদিলের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান এই বোলার। ৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
সেখান থেকে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। দুজনেই ব্যাট করছেন দেখেশুনে। পাওয়ার প্লে-র ৬ ওভারে টাইগারদের রান দাঁড়ায় ২ উইকেটে ৩৮ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে ব্যাটিং করছেন এই দুই ব্যাটার।