গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (০৮ জুলাই) সন্ধ্যায় বহিষ্কারাদেশের এতথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত মনিরুল ইসলাম মনির স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রদল নেতা।
তার বহিষ্কারের বিষয়টি নিয়ে গাজীপুর শহরে বেশ কদিন ধরে গুঞ্জন চলছিল।