৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

শেখ হাসিনার কাছে তাপসের সহায়তা চাওয়ার অডিও ক্লিপ ফাঁস

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম

গত বছরের ৩ আগস্ট, সরকারবিরোধী আন্দোলনের উত্তাল সময়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। তিনি সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন। সেই মুহূর্তেই তাপস ফোন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অনুরোধ করেন, যেন তাকে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়।

সম্প্রতি ফাঁস হওয়া দুটি অডিও রেকর্ডে উঠে এসেছে তাপস ও শেখ হাসিনার কথোপকথনের বিস্তারিত। একটি রেকর্ড ২২ জুলাইয়ের, অন্যটি ৩ আগস্টের বলে দাবি করা হচ্ছে। ৩ আগস্টের কথোপকথনে শোনা যায়, তাপস শেখ হাসিনাকে বলেন, আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম, যাবো? জবাবে হাসিনা বলেন, হ্যাঁ যাও। যাবা না কেন?

তাপস জানান, তিনি এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছে গেছেন, তবে জিও (Government Order) না থাকায় ইমিগ্রেশন বাধা দিচ্ছে। বলেন, ‘অ্যাপ্লাই করে দিছি, কিন্তু হতে হতে তো ১১টা-১২টা বাজতে পারে। মানে তোমার ওখানে যেতে। তো আমি ইমিগ্রেশনে আসছি, কাউকে ইমিগ্রেশনে বলে দেওয়া যাবে নাকি? আমার ফ্লাইট এখনই ছেড়ে দেবে।’

শেখ হাসিনা তখন তাকে জিজ্ঞেস করেন, জিওটা সঙ্গে নিলে না কেন? তাপস বলেন, ফাইল প্রমিত মহোদয় পাঠাচ্ছেন।’ হাসিনা বলেন, আচ্ছা, দিয়ে দাও। এরপর তাপস শেখ হাসিনাকে বলেন, এই যে এখানে অফিসার আছেন, ইমিগ্রেশন অফিসার। একটু কথা বলবে।’ ’জবাবে হাসিনা বলেন, “না না, আমি তার সঙ্গে কথা বলব কেন। আমি আমার অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি।

তাপস তখন জানতে চান, তাহলে কাকে বলব? শেখ হাসিনা বলেন, আমার সেক্রেটারিকে বললেই হবে, শাহ সালাউদ্দিন। তাপস নিশ্চিত হতে আবার জিজ্ঞেস করেন, ‘সালাউদ্দিন সাহেব?’ হাসিনা জবাব দেন, ‘হ্যাঁ’। আরেকটি রেকর্ড ২২ জুলাইয়ের। সেখানে তাপস তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেন, ‘হাসুমনি, একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসব?’ শেখ হাসিনা তখন বলেন, ‘এসবের মধ্যে (কারফিউ) আসার দরকার নেই।’

তাপস তখন জানতে চান, তাহলে কারফিউ শিথিল হওয়ার পর আসি? জবাবে হাসিনা বলেন, আমি তখন অফিসে থাকব। ব্যবসায়ীদের ডাকছি তো। ২-৩টার সময়।’ তাপস বলেন, ‘আচ্ছা, তাহলে ওই সময় অফিসে এসে দেখা করে যাব।

উল্লেখ্য, এই অডিও ক্লিপগুলো নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে তাপস কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির ছেলে তাপস।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x