শেরপুরে নালিতাবাড়ীতে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ও বিকেলে নালিতাবাড়ী শহরের আড়াইআনি বাজারের পরিত্যক্ত একটি ঘর থেকে এক ব্যক্তি এবং উপজেলার দাওধারা-কাঁটাবড়ি এলাকা থেকে ষাটোর্ধ্ব অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবুল মিয়া (৪৫) উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। আর ষাটোর্ধ্ব ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনি বাজার গ্রামীণ টাওয়ারের কাছে পরিত্যক্ত একটি ঘরে বাবুল মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা-কাঁটাবাড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে, এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা যাচ্ছে, নিহেতর বয়স ৬০ থেকে ৬৫ বছরের মতো। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তাকে এলাকার লোকজন এদিক-সেদিক ঘোরাফেরা করতে দেখেছেন বলে পুলিশকে জানায়।
আর, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানায়। তিনি মাঝেমধ্যে নালিতাবাড়ী শহরের বাজারে বাজারে ঘোরাফেরা করতেন এবং এখানে-সেখানে রাত্রিযাপন করতেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। একই সাথে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।