৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

শ্রীপুরে আনন্দ-উচ্ছাসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪২ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহনে আনন্দ-উচ্ছ¡াসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী, আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়।

বেলা সাড়ে ১১ টায় গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা: শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন সবুজ, আক্তারুল আলম মাষ্টার এবং শেখ ফরিদা জাহান স্বপ্নার নেতৃত্বে শ্রীপুর পৌরসভার টেংরা সড়কের মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী শহরের প্রধান সড়[ক প্রদক্ষিন শেষে টেংরা মোড়ে এসে শেষ হয়।

বক্তারা বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে লালন করে বিগত দিনে দলের নির্দেশনায় রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। বিগত ১৩ মাস পূর্বে সফল ছাত্র গণঅভূত্থানের মাধ্যমে ১৭ বছরের ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের দেশ ফ্যাসিস্টমুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিস্টের সহযোগীরা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। এ থেকে উত্তরনের একটি মাত্র উপায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার যতক্ষন পর্যন্ত দায়িত্ব নানিবে ততক্ষন পর্যন্ত দেশের পরিবেশ ঠিক হবে না।

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবী থাকবে আপনাদের ঘোষনা অনুযায়ী ফেব্রæয়ারীর প্রথম সপ্তাহে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। দলের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যাসিস্ট, দালাল এবং হাইব্রিডমুক্ত হতে হবে। আওয়ামীলীগের নেতাদের সাথে মিশে বিএনপির যারা ব্যবসা বাণিজ্য করেছে এবং যাদের ছবি আছে তাদেরকে দলে পদায়ন করা যাবে না, শ্রীপুরে সে নির্দেশনা বাস্তবায়ন হয়নি। আমরা চাই তাদেরকে বিএনপির সকল পর্যায়ের কমিটি থেকে বাদ দিতে হবে। ১৭ বছরের নির্যাতিত মাঠের নেতাকর্মীদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। কোনো ফ্যাসিস্ট নেতাকেদলে মাথা উঁচুকরে দাঁড়াতে দিব না।

গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা: শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না। কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x