২২ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ৪:৫৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ৪:৫৭ পিএম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে-কে শুক্রবার (২২ আগস্ট) গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আদা দেরানা নামে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সি বিক্রমাসিংহে তার স্ত্রীর স্নাতক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যাওয়ার তদন্তে জবানবন্দি রেকর্ড করতে রাজধানী কলম্বোর সিআইডি অফিসে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেননি। এছাড়া, রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বিক্রমাসিংহের কার্যালয়।

শ্রীলঙ্কায় রেকর্ড ছয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী আইনজীবী বিক্রমাসিংহে-কে ২০২২ সালে দ্বীপরাষ্ট্রটির দুর্বল আর্থিক সংকটের সময় প্রেসিডেন্ট করা হয়। অর্থনৈতিক মন্দার কারণে ব্যাপক বিক্ষোভের ফলে তার পূর্বসূরি গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কা থেকে পালাতে এবং পরে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর, ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে ক্ষমতা গ্রহণ করেন।

বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণকারী, ২৯ বছর বয়সি বিক্রমাসিংহে-কে ১৯৭৮ সালে তার চাচা, প্রেসিডেন্ট জুনিয়াস জয়াবর্ধনে দেশের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী করেছিলেন। ১৯৯৪ সালে, তার বেশ কয়েকজন সিনিয়র সহকর্মীকে হত্যার পর বিক্রমাসিংহে ইউএনপি’র নেতা হন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x