৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১:১০ এএম

এ সম্পর্কিত আরও খবর

সংস্কার কমিশনের যেসব সুপারিশ বাস্তবায়ন করেছে সরকার

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১:১০ এএম

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশের মধ্যে ১৬টি সরকার বাস্তবায়ন করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইংয়ের তথ্যমতে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে দুটি বাস্তবায়ন করা হয়েছে। সেগুলো হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা।

জনপ্রশাসন সংস্কার কমিশনের ‘নাগরিকদের পাসপোর্ট পাওয়া মৌলিক অধিকার’ ও ‘গণশুনানি’র সুপারিশ বাস্তবায়িত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে ৪টি বাস্তবায়ন করা হয়েছে। সেগুলো হলো, তদন্ত-পূর্ব আবশ্যিক অনুসন্ধান-ব্যবস্থা বিলোপ, দুদক আইনের ধারা ৩২ক বিলোপ, উচ্চমাত্রার দুর্নীতি তদন্তে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন এবং সিএজি ও আএমইডির সঙ্গে সমঝোতা স্মারক সই।

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে ৮টি বাস্তবায়ন করা হয়েছে। সেগুলো হলো, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন, ইনফরমেশন ডেস্ক স্থাপন, নারী ও শিশুদের জন্য স্বতন্ত্র স্থান, আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অপর পক্ষে অন্য আইনজীবীর নিয়োগে প্রতিবন্ধকতা দূরীকরণের বিষয়ে সার্কুলার জারি, আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে মধ্যস্থতা কার্যক্রমকে সংযুক্তকরণ, দেওয়ানি মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করা এবং ফৌজদারি মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x