ঐকমত্য গঠনে আশাব্যাঞ্জক অগ্রগতি হয়নি, সময়মতো জাতীয় সনদ তৈরিতেও শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সকালে (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় তিনি ব্যক্তি, দল, মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সুফল বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে মতামত দেয়ার আহ্বান জানান। আলোচনা শুরুতে ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪ এর আন্দোলন পর্যন্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো গঠনে সকলের দায়িত্ব পালনই জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। ঐকমত্যে পৌঁছাতে এই চারটি বিষয় বুধবারে সংলাপের বিষয় ঠিক করা হয়েছে।