২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ৭:৫৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

সরকারের জনসমর্থন কম, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ৭:৫৯ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ, এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই। নির্বাচিত সরকার আসলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে।

আজ শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জুলাই অভুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না। এসময় অভ্যুত্থানে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলেও আমরা এখনো গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে পারিনি। গত ১৫ বছর ধরে দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য লড়াই করেছে। এর কোনো বিকল্প নেই। মধ্যবর্তী বা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না। এজন্যই দ্রুত নির্বাচন চায় বিএনপি।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে তার প্রয়োজনীয়তা ২০১৬ সালেই খালেদা জিয়া অনুভব করেছিলেন। সংস্কার নিয়ে বিএনপি ভিশন ২০৩১ দিয়েছিল। এছাড়া, রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেওয়া হয়েছে। এসময় দলটি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x