৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১২:৫৮ এএম

এ সম্পর্কিত আরও খবর

সহিংসতার দিকে যাচ্ছে সিলেটের শ্রমিক আন্দোলন

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১২:৫৮ এএম
সহিংসতার দিকে যাচ্ছে সিলেটের শ্রমিক-আন্দোলন। ছবি: সিলেট অফিস

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালু-পাথর শ্রমিকরা অন্তত ৪টি গাড়ি ভাঙচুর করেছেন। আজ মঙ্গলবার (০১জুলাই) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ প্রধান সড়কে তারা ভাঙচুর চালায়।

এর আগে সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কর্মবিরতির কর্মসূচি, গণ-অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করে তারা। আন্দোলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার উপজেলার সকল বালু-পাথর শ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে কর্মসূচি পালিত হয়। প্রায় ৫ ঘণ্টার কর্মসূচি শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে অবস্থান নেয়। সেখানে একটি পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন বাস, ২টি প্রাইভেট কার, ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন।

ভাঙচুরের পরও আন্দোলনকারীরা সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে দীর্ঘ দেড় ঘণ্টা অবস্থান করে। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

উল্লেখ্য, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কর্মসূচি, গণ-অনশন ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন মঙ্গলবার (০১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় দ্বিতীয় দিনের মতো গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। সিলেটের সকল পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও ট্রাক শ্রমিকদের হয়রানি ও সকল ক্রাশার মালিকদের ব্যবসার সুযোগ এবং বিদ্যুৎ মিটার পুনরায় ফেরত দেওয়ার দাবিতে গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে তারা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x