সাতক্ষীরা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। এসময় মাথা ফেটে গুরুতর আহত হন ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটুসহ ১০ গণমাধ্যমকর্মী।
সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম জানান, প্রেস ক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। এতে দুজনের মাথা ফেটে যায়। এছাড়া কমবেশি অনেকেই আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, প্রেস ক্লাব দখলদার বাহিনীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশের উপস্থিত থাকলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এর প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। সেই সাথে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর উত্তেজনা কমাতে প্রেস ক্লাবে বর্তমানে সেনাবাহিনী অবস্থান করছে।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সাতক্ষীরা প্রেস ক্লাবে আবু সাঈদ ও আব্দুল বারীকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরবর্তীতে, আবুল কাশেম সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হয়ে প্রেস ক্লাবের নতুন আরেকটি কমিটি ঘোষণা করা হয়। এনিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। পরে আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেস ক্লাবে প্রবেশকালে বহিরাগত সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।