৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:২৭ এএম

এ সম্পর্কিত আরও খবর

সাকিব আইকন-তামিম মেগাস্টার, প্রশংসায় মুগ্ধ হামজা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:২৭ এএম

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার তৈরি হয়েছে হামজা দেওয়ান চৌধুরীদের হাত ধরে। তার পথ ধরে বাংলাদেশ জাতীয় দলে নাম লিখিয়েছেন আরও কয়েকজন। প্রবাসী ফুটবলার আরও অনেকেই লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে প্রবল আগ্রহী। হামজাকে ঘিরে এমন উন্মাদনার মাঝে তার সঙ্গে দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের তুলনাও দেখা যায়। যা নিয়ে আগেও কথা বলেছেন এই তারকা।

ইংলিশ ক্লাব লেস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বাংলাদেশের ফুটবলে নতুন উন্মাদনা ও দর্শকদের কাছে তার জনপ্রিয়তার বিষয়ে কথা বলেছেন। ওই সময়েই তিনি স্মরণ করেন সাকিব-তামিমকে। হামজা বলেন, ‘সাকিব একজন আইকন। তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটকে বহু বছর ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একজন মেগাস্টার।’ মূলত এখনই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে নিজের তুলনায় যেতে রাজি নন।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সাক্ষাৎকারের বড় অংশজুড়েই ছিল বাংলাদেশ সফরের স্মৃতিচারণ। মানুষের আতিথেয়তায় দারুন মুগ্ধ হামজা বলেন, ‘আমরা প্রথম যখন সেখানে যাই, তখন আমি আমার গ্রামে ফিরে যাই। সেটা একদম গ্রামীণ একটা জায়গা ছিল। আমি বড় হওয়া পর্যন্ত আমার শৈশবের বড় একটা অংশ ছিল এই গ্রামেই। সেখানে যে অভ্যর্থনা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ছেলেরা (সতীর্থরা) এটা নিয়ে প্রায়ই কথা বলে, এটা অবিশ্বাস্য। এই মাত্রার ভালোবাসা কখনও স্বাভাবিক মনে হবে না।’

বাংলাদেশের মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতায় হামজা কতটা আপ্লুত হয়েছিলেন, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান এই মিডফিল্ডার। এমনকি স্বদেশের সঙ্গে যুক্তরাজ্যের মতো ফুটবলপ্রিয় দেশেরও তুলনা চলে না বলে মত হামজার, ‘ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেকটাই মনোযোগ পাই। কিন্তু বাংলাদেশে যেটা পেয়েছি, তার সঙ্গে এর কোনো তুলনা হয় না। এটা অসাধারণ এক অভিজ্ঞতা। মানুষ বলতে পারে এটা ভীতিকর বা বাড়াবাড়ি, কিন্তু সত্যি বলতে, এটা আমার হৃদয়ের অনেকটা জায়গা নিয়েছে।’

এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে দুটি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। প্রথম ম্যাচে তার গোলেই ভারতের সঙ্গে বাংলাদেশ ড্র করেছিল। এরপর যদিও ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায়। আন্তর্জাতিক বিরতি শেষে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন হামজা। অপেক্ষায় আছেন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x