ফিলিপাইন সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘নান্দো’ দ্রুত শক্তি সঞ্চয় করছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি আগামী সোমবারের মধ্যেই সুপার টাইফুনে রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফিলিপাইনের সরকার জরুরি নির্দেশনা জারি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসপ্রবণ স্থানগুলো থেকে দ্রুত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে।
ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (DILG) জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, মদ্যপানে নিষেধাজ্ঞা, মাছ ধরার ট্রলার বা ছোট নৌকা সমুদ্রে নামতে পারবে না যতক্ষণ না আবহাওয়া স্বাভাবিক হয়, আশ্রয়কেন্দ্র প্রস্তুতের নির্দেশ।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে। সেগুলোতে বিদ্যুৎ, খাবার, পানি ও জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহ নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও উদ্ধারকর্মীদের সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। সম্ভাব্য জলাবদ্ধতা ঠেকাতে জলপথ পরিষ্কার রাখা, বাঁধ ও খনি এলাকা পরিদর্শন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, টাইফুন নান্দো বাতাঁনেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জ ঘেঁষে অতিক্রম করতে পারে। বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে, ইলোকোস সুর প্রভৃতি উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসের সতর্কতা জারি করা হয়েছে। ডিআইএলজির পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে।