সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুট ও চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে একটি পাথরবাহী ট্রাকসহ দুজন ও কালাইরাগ এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরবাহী ট্রাকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন: কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), একই গ্রামের কামাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ (২১), নাজিরের গাঁও এলাকার মৃত মনফর আলীর ছেলে মো. আবুল কালাম (৩২), কোম্পানীগঞ্জের লাছুখালের ইমান আলী এবং একই গ্রামের শহীদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
এর আগে, সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাথর লুট ও চুরির ঘটনায় ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করে খনিজসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে জানা যায়, খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে মামলা করেন। খনি ও খনিজসম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪ (২) (ঞ) এবং খনি ও খনিজসম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩ (১) লঙ্ঘনের অভিযোগে এ মামলা করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে বিভিন্ন সময়ে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে বলে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে এসেছে। তবে অভিযুক্তদের পরিচয় এতদিন শনাক্ত করা যায়নি।