৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বুধবার (১৩ আগস্ট) দেশের সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

তালিকায় থাকা সাবেক গভর্নররা হলেন: ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। দীর্ঘ সাড়ে ১৫ বছরের মধ্যে এই তিনজন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে ছিলেন। তাদের আমলে ব্যাংক খাতের একাধিক দুর্নীতি, ঋণ কেলেঙ্কারি ও রিজার্ভ চুরির ঘটনা ঘটে।

ড. আতিউর রহমানের সময়ে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের জালিয়াতি এবং ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে। রিজার্ভ চুরির পর তিনি পদত্যাগ করেন। ফজলে কবিরের সময়ে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক দখল, ঋণখেলাপি গোপন এবং ৯ শতাংশ সুদে ঋণ নীতি চালু হয়, যা থেকে অনেক ব্যবসায়ী বিদেশে অর্থ পাচার করেন।

অন্যদিকে আব্দুর রউফ তালুকদারের সময়ে ঋণখেলাপিদের ছাড়, বেনামে ঋণ বিতরণ এবং এস আলম গ্রুপকে কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকা ঋণের নামে দেয়া হয়। তলব করা সাবেক ছয় ডেপুটি গভর্নর হলেন: সিতাংশু কুমার সুর চৌধুরী, মাসুদ বিশ্বাস, এস এম মনিরুজ্জামান, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মোহাম্মদ নাছের।

এদের মধ্যে এস কে সুর চৌধুরী ও মাসুদ বিশ্বাস বর্তমানে জেলহাজতে আছেন। অন্যদের বিরুদ্ধেও ব্যাংক খাত বিপর্যয়ের অভিযোগ রয়েছে। দুদক সূত্র জানিয়েছে, তলব করা ব্যাংক হিসাবগুলোতে অর্থ পাচার, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং ঋণ কেলেঙ্কারির প্রমাণ খোঁজা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x