সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার উত্তর জামসিংয়ে ফিতা কেটের এ কার্যালয়ের উদ্বোধন করেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামী সাভার পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা বলেন, নতুন এই কার্যালয় সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও জনমুখী করতে সহায়তা করবে।
হাসান মাহবুব মাস্টার তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য সমাজে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সংগঠনের প্রতিটি কর্মীকে আদর্শিকভাবে দক্ষ হয়ে সমাজে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, এই কার্যালয় যেন ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে—সেই প্রত্যাশা নিয়েই এর উদ্বোধন করা হয়েছে।