২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৫:৩৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

সারাদেশে ডেমোক্রেসি নয় চলছে মবোক্রেসি: সালাহউদ্দিন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৫:৩৬ পিএম

রাজনৈতিক কর্মসূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগ এনে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সালাহউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে ডেমোক্রেসির জন্য, কিন্তু সারাদেশে চলছে মবোক্রেসির রাজত্ব। সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এই অবস্থা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, যারা নতুন রাজনৈতিক দল করেছেন, তারা আবেগতাড়িত হয়ে কর্মসূচি দিচ্ছেন। এতে করে মানুষ দেখলো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর হামলা করা হলো। তবে আমরা এনসিপির উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। তবে কর্মসূচির যে ধরন দেখছি, তাতে দেখছি নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা চলছে।

নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরিতে সরকারকে বিএনপি সহায়তা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সবসময় এই সরকারকে সহযোগিতা করেছে। কিন্তু বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে। কারা এই অপচেষ্টা চালাচ্ছে, কারা ফ্যাসিবাদের পুনর্বাসন চায়, গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করতে চায়, প্রশ্ন তোলেন সালাহউদ্দিন।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার এখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসিকে যথাযথ প্রক্রিয়ায় নির্দেশনা দেয়নি। অবিলম্বে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেয়ার আহ্বান জানাচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য হুঁশিয়ার করে বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি হলে পতিত ফ্যাদিবাদ আবারো সুযোগ পাবে। জাতীয় ঐক্যের জন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বহুমত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে এক থাকতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x