বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যমান ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন অচিরেই শুরু হবে। এর অংশ হিসেবে বিদ্যমান সিআরপিসিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে।
তিনি বলেন, সেকেলে বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করা হবে। মামলার রায় হওয়ার পরই এক্সিকিউশনের বিষয় ইনক্লুড করে দেয়া হবে। আলাদা রায় লাগবে না। সমন জারি টেলিফোন এবং এসএমএসের মাধ্যমে করা হবে। আর মামলা হলে অভিযুক্তকে ই-মেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো হবে।
ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করা হচ্ছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ব্যাংক লুটপাট থামাতে এই অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, রাজস্ব নীতি-ব্যবস্থাপনা, গ্রামীণ ব্যাংক সংশোধনসহ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনতে ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে।
অধ্যাপক ইউনূসকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল মন্তব্য করে রিজওয়ানা বলেন, গ্রামীণ ব্যাংককে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। নতুন আইনে জনস্বার্থ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হবে গ্রামীণ ব্যাংককে। এ জন্য বাংলাদেশ ব্যাংককে কর্তৃত্ব দেয়া হয়েছে। যাতে সাধারণ আমানতকারীদের স্বার্থ অক্ষুণ্ন থাকে। বিধিমালা এলে পুরোটা জানা যাবে।