সিলেট সীমান্তে বড় ধরনের চোরাচালান ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবির পৃথক পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করা হয়েছে। সিলেট ব্যাটালিয়নের ইতিহাসে এটিই সবচেয়ে বড় গবাদিপশু জব্দের ঘটনা।
বুধবার (৮ অক্টোবর) ভোররাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচোকী এলাকায় এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন সদর ও বিছনাকান্দি বিওপি’র একটি যৌথ দল প্রথম অভিযানটি চালায়। সীমান্ত অতিক্রম করে আনা ২৩৭টি ভারতীয় গরু আটক করে তারা। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
একই সময়ে ব্যাটালিয়নের লাফার্জ বিওপি’র টহল দল দোয়ারাবাজার উপজেলার দিনেরটুক সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় মহিষ ও পাশের আরেকটি এলাকা থেকে ১০টি মহিষসহ মোট ৪২টি মহিষ আটক করে।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান জোরদারের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কমে এসেছে। আটককৃত গবাদিপশুর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। এসব পশুর বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।