দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পিত ব্যাটিং করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সময় নিয়ে ভিত্তি গড়ে দেন। মিডল অর্ডারে শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি রান বাড়িয়ে নেওয়ার কাজ করেন। শেষ টানেন স্বর্ণা আক্তার। তাদের ব্যাটিংয়ে প্রোটিয়া নারীদের বিপক্ষে ৬ উইকেটে ২৩২ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
সোমবার ভারতের বিশাখাপত্তনমে ওপেনিংয়ে দলকে ৫৩ রানের জুটি দেন ফারজানা হক ও রুবায়া হায়দার। রুবায়া ৫২ বলে ২৫ রান করে আউট হন। দুটি চার মারেন তিনি। পরেই সাজঘরে ফেরা ফারজানা ৭৬ বলে ৩০ রান করেন। সেখান থেকে ৭৭ রান যোগ করেন শারমিন সুপ্তা ও জ্যোতি। অধিনায়ক জ্যোতি ফিরে যান ৪২ বলে ৩২ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে পাঁচটি চার আসে।
তিনে নামা সুপ্তা ৭৭ বলে ৫০ রান করে আউট হন। তিনি ছয়টি চারের শট মারেন। শেষ দিকে ব্যাট করতে এসে রান বাড়িয়ে নেওয়ার কাজে সফল হন স্বর্ণা আক্তার। স্পিন এই অলরাউন্ডার ৩৫ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি করে চার ও ছক্কা আসে।
বাংলাদেশের পক্ষে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ফিফটির কীর্তিও গড়েন স্বর্ণা। এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও গড়েন। এছাড়া ঋতু মনি ৮ বলে তিন চারের শটে ১৯ রানের কর্যকরী ইনিংস খেলেন। ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও রান আউট রোগ জেকে বসেছে। সুপ্তা ও সোবহানা মুস্তারি প্রোটিয়া মেয়েদের বিপক্ষে রান আউটে কাটা পড়েন। এর বাইরেও একাধিকবার ভুল বোঝাবুঝিতে রান আউটের সুযোগ দিয়েছে বাংলাদেশের মেয়েরা।