২৪ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ৫:৩৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

সেনা-তত্ত্বাবধানে ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের তাগিদ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ৫:৩৮ পিএম
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ সোমবার (১৪ জুলাই) সকালে বন্যা উপদ্রুত ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় ভাঙন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তাগিদ দেন তিনি।

মঞ্জু বলেন, দূর থেকে যা শোনা যায় বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এলাকায় পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা মনে করিয়ে দেন তিনি।

ফেনীর সন্তান মঞ্জু বলেন, আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা না হয় সেই ব্যবস্থা নিন। একই সাথে গবাদি পশু, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরুপণ করে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান মজিবুর রহমান মঞ্জু।

গণমাধ্যমে কথা বলার আগে স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। তারা মঞ্জুকে জানান, বাঁধ নির্মাণে অনিয়মের কারণে প্রতিবছর তাদের সহায় সম্পদ হারাতে হচ্ছে। ভারত অসময়ে পানি ছেড়ে দেওয়ায় এই এলাকার মানুষ বরাবর ক্ষতির মুখে পড়েন। মজিবুর রহমান মঞ্জু তাদের দুর্দশার কথা সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরবেন বলে জানান।

পরিদর্শনকালে এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সহসম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার সিনিয়র যুগ্ন আহ্বায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ন সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, সোনাগাজী উপজেলা সদস্য সচিব ওয়াশিউর রহমান খসরু, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, সদস্য সাইদুল হক মিলন, এবি যুবপার্টির আহ্বায়ক শফি উল্যাহ পারভেজ, সদস্য সচিব এস এম ইব্রাহিম সোহাগ প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x