২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১০ জুন ২০২৫, ৬:৩৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

হজ শেষে প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ হাজি

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৬:৩৭ পিএম

শেষ হলো ২০২৫ সালের পবিত্র হজ। হজের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার (১০ জুন) সকালে প্রথম ফিরতি হজ ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। হজযাত্রীদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইটটি সকাল ১০টা ৫৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছানো এই প্রথম ফিরতি হজ ফ্লাইটের যাত্রীদের বরণ করে নেওয়া হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায়।

বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। এ সময় তিনি হাজিদের হাতে ফুল তুলে দেন। বেবিচক জানিয়েছে, মঙ্গলবার আরও ৭টি ফিরতি ফ্লাইটে আড়াই হাজারের বেশি হাজি দেশে ফিরবেন।

আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইটের এই কার্যক্রম। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। ২৯ এপ্রিল হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। এরপর এক মাস ধরে হজ ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পরিচালিত হয়।

সর্বশেষ হজ ফ্লাইটটি ১ জুন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। পুরো হজ মৌসুমে মোট ২২০টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়। হজ শেষে নিজভূমিতে ফিরতে পেরে খুশি হাজিরা। তারা সৌন্দর্যমণ্ডিত হজ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x