৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন: অর্থ উপদেষ্টা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫০ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, সততাও চর্চা করতে হবে। ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেদের গড়ে তুলতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি হিসেবে সুপরিচিত। আজকের এই অনুষ্ঠান সেই মর্যাদাকে আরও একবার দৃঢ় করল। তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগ মানে কেবল শিক্ষার্থীদের সহায়তা নয়, বরং পুরো জাতির ভবিষ্যৎ নির্মাণ। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য ও জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার মানসিকতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এখন চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চান না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির আসে। ব্রাহ্মণবাড়িয়া এখনো অনুন্নত জেলা। এর উন্নয়নে জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এম এ খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া বহুদিন ধরে দেশকে রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও শিল্পী উপহার দিয়ে আসছে। তিনি প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াকে মেধা ও অবদানের জন্যই সবাই চিনবে, কোনো নেতিবাচক ধারণার জন্য নয়। তিনি আরও বলেন, এই বৃত্তি প্রদান, নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে নাগরিক গৌরবের বীজ রোপণ করা হচ্ছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x