১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ৯:২৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

‘হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট’

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ৯:২৬ পিএম

শেখ হাসিনার দেশত্যাগের এক বছর অতিক্রম হলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, রাজনৈতিক সহিংসতা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মতপ্রকাশের স্বাধীনতা সংকোচনের মতো অপরাধ এখনও স্বাভাবিকভাবেই চলছে, যা প্রমাণ করে যে মানবাধিকার লঙ্ঘন ছিল কেবল ব্যক্তিনির্ভর নয়, বরং প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিকভাবে প্রোথিত।

মঙ্গলবার নিউইয়র্কে সংস্থাটির এশিয়া শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন দীর্ঘমেয়াদি শাসনের সময় নিরাপত্তা বাহিনী, বিশেষ করে র‍্যাব ও পুলিশ বিভাগ ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত ছিল। ২০২৪ সালে হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর প্রত্যাশা ছিল যে বাংলাদেশ মানবাধিকার রক্ষায় একটি নতুন ধাপে প্রবেশ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, বর্তমান সরকার কেবল আগের নীতিরই ধারাবাহিকতা বজায় রাখছে।

এইচআরডব্লিউ-এর এশিয়া বিভাগের উপপরিচালক লিন্ডা লাকডি বলেন, শেখ হাসিনার বিদায়ের পরও বাংলাদেশে নির্যাতন, রাজনৈতিক দমনপীড়ন ও মতপ্রকাশের অধিকার হরণের চিত্র বদলায়নি। এটি প্রমাণ করে যে একটি ব্যক্তির চলে যাওয়া যথেষ্ট নয়, প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বা নতুন প্রতিস্থাপিত আইনের অপপ্রয়োগ অব্যাহত রয়েছে। গত এক বছরে অন্তত ১৭ জন রাজনৈতিক কর্মী ‘নিখোঁজ’ হয়েছেন বলে দলনিরপেক্ষ সংস্থাগুলোর বরাতে জানায় এইচআরডব্লিউ। র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকলেও বাহিনীটির কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন আসেনি বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

সংস্থাটি আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রাখা এবং প্রকৃত সংস্কারের জন্য চাপ বজায় রাখা। এ ছাড়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের সহায়তায় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

উল্লেখ্য, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ব্যাপক রাজনৈতিক চাপে শেখ হাসিনা দেশত্যাগ করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল। এর পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। তবে এইচআরডব্লিউর মতে, সেই পরিবর্তন কেবল উপরের স্তরে সীমাবদ্ধ; মাঠপর্যায়ের বাস্তবতা এখনও অন্ধকারেই রয়ে গেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x