২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:১৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

হিরো আলমকে যুক্তরাষ্ট্রে নিতে চান তরুণী, দেন বিয়ের প্রস্তাবও

প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:১৯ এএম

হিরো আলমকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চান এক তরুণী। ওই তরুণীর নাম আইয়িশি আক্তার। তিনি নিউইয়র্কের কুইনসে বসবাস করেন। আইয়িশি একটি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর ইন্টার্ন করছেন। আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। হিরো আলম বলেন, আইয়িশির সঙ্গে পরিচয় আমার অনেক দিন আগে থেকেই। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কথা হয়। আমি যখন সংসদ নির্বাচন করি তখন আইয়িশি আমাকে আর্থিকভাবেও সহযোগিতা করেছেন।

আইয়িশির সঙ্গে দেখাও হয়েছে জানিয়ে হিরো আলম বলেন, ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। ও কিছুদিন আগে দেশে এসেছিল তখন আমি তার কুমিল্লার বাসায় গিয়েছিলাম। কয়েক দিন আগে যখন শুনলো আমি বিয়ে করতে যাচ্ছি, তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল। বলল, তুমি আমেরিকা চলে আসো। আমি তোমাকে নতুন জীবন দিতে চাই। আর ওসবের মধ্যে পড়ে থেকো না।

তাদের কথোপকথোনের একটি ভয়েস মেসেজও হিরো আলম সংবাদ মাধ্যমকে পাঠিয়েছেন। যেখানে এক তরুণী বলছেন, হিরো আলম, তুমি আর ভুল কইরো না। বারবার ভুল করে ধরা খাইতেছ। আমি তোমাকে আমেরিকায় নিয়ে আসতে চাই। তোমাকে এখানে এনে আমি সেটেল করব। তুমি চলে এসো, আমি তোমাকে নতুন জীবন দিতে চাই। এদিকে কয়েক দিন আগেই শোনা গিয়েছিল ইতি নামের একজন মডেলকে বিয়ে করতে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সরাসরি না বললেও হিরো আলম বলছিলেন, ‘তিনি এখন প্রেমের সম্পর্কে রয়েছেন।’

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মণি তার বাবাকে দেখতে আসেননি, বাবার লাশও দেখতে আসেননি। এর আগে ২০১০ সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেই সংসারে আলো ও আঁখি নামে দুই মেয়ে ও আবির নামে এক ছেলেসন্তান রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x