ডাকাতি, চুরি ও মাদকের ১৬ মামলার পলাতক আসামি মো. নূর হোসেন সাদ্দাম ওরফে রিয়াদ (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাতে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।
নূর হোসেন ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের নূর মোহাম্মদ/নূর আহমদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদে জানতে পারে ফেনী মডেল থানার ডাকাতি মামালার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর হোসেন সাদ্দাম চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানা এলাকায় অবস্থান করছে। র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেপ্তার করে।
র্যাব আরো জানায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত নূর হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী, হালিশহর, ডাবল মুরিং, ফেনী সদর, ফুলগাজী ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় ডাকাতি, চুরি ও মাদকের ১৬টি মামলা রয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।