২৭ অক্টোবর ২০২৫ সোমবার
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৭ এএম

এ সম্পর্কিত আরও খবর

২০ কোটি টাকা আত্মসাত, সাবেক ভূমিমন্ত্রীর নামে মামলা

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৭ এএম

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে ২০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ ঘটনায় তার স্ত্রী ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের হাজার কোটি টাকার উপরে আত্মসাতের সাবেক স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজসহ ২৭ জনের ৮ মামলা করেছে সংস্থাটি। আর শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে, ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর দম্পতির বিরুদ্ধে।

লন্ডন, আরব আমিরাতসহ বিদেশে ছয় শতাধিক বাড়ির মালিক পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ। ইতোমধ্যে এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এবার দুর্নীতিবাজ এই মন্ত্রীর বিরুদ্ধে তাদের পরিবারের নিয়ন্ত্রণে থাকা ইউসিবি ব্যাংক থেকে ভুয়া কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের ২০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, এ ঘটনায় জাবেদ, তার স্ত্রী ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ ব্যাংকের ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

তিনি আরও জানান, পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ লুটপাটের অভিযোগ পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, এলজিআরডির সাবেক প্রধান দুই প্রকৌশলী আলী আখতার হোসেন, আব্দুর রশীদ খানসহ ২৭ জনের পৃথক ৮টি মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

এছাড়া ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। তাদের বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x