দিন কয়েক আগেই শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে বিশ্রামের খুব একটা সুযোগ পাননি ক্রিকেটাররা। আজ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ।সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে ও পরে ঢাকা শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ম্যাচের সময় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, যার ফলে ম্যাচের পরিপূর্ণতা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ম্যাচের সময়কার আবহাওয়া:
তাপমাত্রা: প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, তবে অনূভুত হবে ৩৭ ডিগ্রি।
আর্দ্রতা: ৭৭% যা খেলোয়াড়দের জন্য অত্যন্ত আর্দ্র ও অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে।
বাতাসের গতি: দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯ কিমি বেগে বইবে, মাঝে মাঝে ১৯ কিমি পর্যন্ত গতি পেতে পারে।
মেঘের আচ্ছাদন: ৯৯% মেঘলা থাকবে আকাশ।
বৃষ্টি: প্রায় ১.৭ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা।
রাত ৮টার দিকে তাপমাত্রা নামবে ৩০ ডিগ্রিতে, কিন্তু রিয়েলফিল থাকবে একই ৩৭ ডিগ্রি। বাতাসের গতি সামান্য বাড়বে, এবং আর্দ্রতা বেড়ে দাঁড়াবে ৭৯ শতাংশে। বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে (প্রায় ০.৩ মিমি), তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে অটুট।
এই সিরিজে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে, ২২ ও ২৪ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত শেষ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই দলের মোট ২২টি টি-টোয়েন্টি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ১৯টি ম্যাচে, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার।
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা করে যদি ম্যাচ মাঠে গড়ায়, তাহলে সমর্থকদের জন্য এক জমজমাট টি-টোয়েন্টি সন্ধ্যা অপেক্ষা করছে। বাংলাদেশ দল প্রতিশোধের খুঁজে থাকবে, আর পাকিস্তান চাইবে আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে।
বাংলাদেশ একাদশ :
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ :
সাইম আইয়ুব, ফখর আহমেদ, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।