২২ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ৩:৫৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ৩:৫৯ পিএম
চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক। ছবি: সারাবেলার খবর

চুয়াডাঙ্গার জীবননগরে ভারত সীমান্তের ইসলামপুরে ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম ওজনের ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা মূল্যের ছোট বড় ৯টি অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রবিবার দিবাগত রাত ১২টা ২২ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়শেপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার (২২ জুন) রাত ৮টায় সীমান্ত পিলার ৬৯/২-এস হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড়ে অবস্থান নেয়। এসময় তারা বাইসাইকেল চালক একই উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে মমিনকে আটকের পর তার দেহ তল্লাশি করে অবৈধ স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

ভারতে পাচার করার উদ্দেশ্যে তিনি স্বর্ণের বার বহন করছিলেন। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত তার বাইসাইকেলটিও জব্দ করা হয়। আটক মমিনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করা হয়েছে৷। অবৈধ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x