শাপলা প্রতিক যদি এনসিপি’কে দেওয়া হয় তাহলে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন প্রফেসর ইউনেসকে বলতে চাই রাষ্ট্রের অবমাননা করবেন না শাপলা প্রতীক আমাদের জাতীয় প্রতীক এটি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা দলের প্রতীক হতে পরেনা৷
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক এনসিপির প্রতিক নিয়ে হুশিয়ারি দিয়ে বলেন সরকার ও নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যা বিতর্কিত হয়ে পরে আর এই বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল নিবন্ধন পেতে আবেদনের হিড়িক ছিলো নির্বাচন কমিশনে। বিকাল ৫টা পর্যন্ত দেড়শ নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।
বিকাল ৪টায় নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা, এসময় আবেদন পত্র জমা দিয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা দল হিসেবে ৩টি প্রতিকের জন্য আবেদন করছি কলম,মোবাইল শাপলা। তবে আমরা আশাবাদী আমরা শাপলা আমাদের রাজনৈতিক প্রতিক হিসেবে পাবো।