ইরানজুড়ে গুঞ্জন। দেশটির রাজধানী তেহরানের ক্যাফে থেকে শুরু করে পার্লামেন্ট ভবনের করিডর, সর্বত্র সবার মুখে একটাই প্রশ্ন, সর্বোচ্চ নেতা কোথায়? গত এক সপ্তাহে দেশজুড়ে যুদ্ধ, হামলা, প্রতিশোধ, যুদ্ধবিরতি সবই ঘটেছে। অথচ আয়াতুল্লাহ আলী খামেনির দেখা নেই। নেই কোনো বার্তা। নেই কোনো ছবি।
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনিই দেশের সব বড় সিদ্ধান্তের শেষ কথা বলেন। অথচ গত এক সপ্তাহে দেশের বড় বড় সংকটের মধ্যেও তিনি প্রকাশ্যে দেখা দেননি বা কোনো বক্তব্য দেননি।
কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়, যা মঙ্গলবার সকালের দিকে কার্যকর হয়েছে। এসব ঘটনার মধ্যেও খামেনি নিখোঁজ।
এদিকে রাজনীতি ও সামরিক অঙ্গনে চাপা গুঞ্জন, তিনি কি বেঁচে আছেন? আহত? নাকি…! যদি খামেনি মারা যান যা দুই সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল, তবে তার জানাজা হবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ঐতিহাসিক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির অনুমতি ছাড়া দেশ এমন বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তের পেছনে তার মতামত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুদ্ধ এবং জনগণের ঐক্য ইরানের জন্য শাসনব্যবস্থা এবং কর্মকর্তাদের আচরণে পরিবর্তনের সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, এটি আমাদের জন্য শাসনব্যবস্থার দৃষ্টিভঙ্গি বদলানোর সোনালি সুযোগ।
ব্রিটিশ থিংক ট্যাংক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক সানাম ভাকিল বলেন, খামেনির অনুপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটা বোঝায় যে, ইরানের নেতারা এখন খুবই সতর্ক অবস্থানে আছেন। তিনি আরও বলেন, আমরা যদি আশুরার আগে খামেনিকে দেখতে বা শুনতে না পাই, তাহলে সেটা খুব খারাপ সংকেত হবে। তাকে অবশ্যই জনসমক্ষে আসতে হবে।
আর তাই, সবার নজর এখন আশুরার দিকে। সময় যত গড়াচ্ছে, রহস্য ততই ঘনীভূত হচ্ছে। খামেনি কি আশুরার আগেই সামনে আসবেন? নাকি ইরানের ভবিষ্যৎ নিয়েই শুরু হবে এক নতুন অধ্যায়?