২৩ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:১২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

মব কঠোর হস্তে দমনের চেষ্টা করে যাচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:১২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মব আগে থেকে অনেক কমে এসেছে। ধীরে ধীরে এটি থাকবে না। শুক্রবার (২৭ জুন) বিকেলে উপমহাদেশের সবচেয়ে পুরোনো চারশ বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথ উৎসব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে লাঞ্ছিত করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব আমরা কঠোর হস্তে দমনের চেষ্টা করে যাচ্ছি। গতকাল যে ঘটনা ঘটেছে, এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কলঙ্ক মোচনের জন্য পুলিশকে জনবান্ধব ও মানবিক হতে হবে উল্লেখ করে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণ সন্তুষ্টের সঙ্গে আমার সন্তুষ্ট। আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। সন্তুষ্ট কোনো প্যারামিটার না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেন সবাইকে ভালো রাখতে পারি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রথযাত্রা উদ্বোধন শেষে রথখোলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রথমে রথ টেনে নেওয়া হয়। ৭ দিন পর ৫ জুলাই উল্টোরথের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে প্রায় এক মাসব্যাপী চলবে ঐতিহ্যবাহী মেলা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x