২৩ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৯:২৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৯:২৬ পিএম

জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৯ জুন) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ কথা বলেন তিনি। নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দায়িত্ব নিয়েছিল। ৩০ কার্যদিবসে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু তার কোনো উদ্যোগ নেই।

সরকার যেহেতু বলেছিল সকলের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে দেবে, তা হয়নি। সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ৩ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এর আগে গত ৬ জুন এনসিপি নেতা নাহিদ একাত্তর টেলিভিশনকে বলেন, যেহেতু নির্বাচনের সম্ভাব্য একটি মাস ঘোষণা করা হয়েছে, যদি জুলাইয়ের মধ্যে সনদ ও ঘোষণাপত্র চূড়ান্ত হয় প্রতিশ্রুত সময়ের মধ্যে, তাহলে এপ্রিলের প্রথমার্ধে ভোট গ্রহণের পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই।

এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে দলটি। সংবাদ সম্মেলন শেষে এনসিপি নেতা নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, মাসব্যাপী পদযাত্রার পাশাপাশি ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করা হবে।

এ ছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ। ৫ আগস্ট পালিত হবে ছাত্র-জনতার মুক্তি দিবস। তিনি বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা। বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারা দেশ পদযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ হবে। আমরা আসছি ৬৪ জেলায়। শহর থেকে গ্রামে। শহীদের কবরের কাছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x