বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে তাঁবেদারমুক্ত রাখতে হলে এখন জনগণের ঐক্য বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (০১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সচেষ্ট রয়েছে। পাশাপাশি ফ্যাসিস্টদের বিচার কার্যক্রমও শুরু করেছে। একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কারপ্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে প্রতিটি রাজনৈতিক দল উত্তম সংস্কারই প্রস্তাব করেছেন। তবে সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী কি না, সেটা বিবেচনা করতে হবে। কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় তা কতটা উপযোগী, তা নিয়ে সংশ্লিষ্টদের আরও ভাবা উচিত বলে আমি মনে করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ।