৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১২:৫১ এএম

এ সম্পর্কিত আরও খবর

সাদাপাথর ভ্রমণে স্বল্পখরচে এসি বাস সার্ভিস

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১২:৫১ এএম
সাদাপাথর ভ্রমণে স্বল্পখরচে এসি বাস সার্ভিস। ছবি: সিলেট অফিস

সিলেট অঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর ভ্রমণ এখন আরো সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী হচ্ছে।

আজ মঙ্গলবার (০১ জুলাই) থেকে চালু হলো সিলেট-সাদাপাথর রুটে এসি বাস সার্ভিস। যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। এই সার্ভিসের মাধ্যমে পর্যটকরা স্বল্পখরচে শীতাতপনিয়ন্ত্রিত পরিবহনে সাদাপাথরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই বাস সার্ভিস চালু করেছে সিলেট কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ ও গোয়াইনঘাট বাস-মিনিবাস মালিক সমিতি।

প্রতিবন্ধী পর্যটকদের জন্য সম্পূর্ণ ফ্রি যাতায়াত ব্যবস্থা রাখা হয়েছে এবং শিক্ষার্থী আইডি প্রদর্শনের শর্তে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানায় উদ্যোক্তারা।

বাস সার্ভিসের উদ্যোক্তারা পর্যটকদের জন্য বাসস্ট্যান্ড ও গন্তব্যে বিশ্রামাগার, চেঞ্জিং রুমসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা রেখেছেন।

পর্যটকদের নিরাপদ, আরামদায়ক ও সম্মানজনক যাত্রা নিশ্চিত করতে যাত্রা শুরু করলো এই বাস সার্ভিস। পর্যটনপ্রেমীদের জন্য এই সেবা চালুর মাধ্যমে সাদাপাথর ভ্রমণ আরো জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে এই সেবা আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x