চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, মৃত ইছাহক আলীর বড় ছেলে আক্তারুজ্জামান (৫০) আজ বৃহস্পতিবার বিকেলে বাড়িতে বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে বিচালি কাটছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে আসেন ছোট ভাই আলম হোসেন (৪০)। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাদের দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আমরা সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।